মোস্তাফিজের পর মেহেদীর চমক, নেই নিউজিল্যান্ডের ৩ উইকেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ১২:৩৬ পিএম | আপডেট: ২৩ মার্চ ২০২১, ১২:৩৮ পিএম

ছবি: ক্রিকইনফো

ছবি: ক্রিকইনফো

দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও অধিনায়ক তামিম ইকবাল ও মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান করে সফরকারীরা।

স্বাগতিকদের ২৭২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে বল হাতেও সাফল্য পেয়েছে বাংলাদেশ। ৫৩ রানের মাঝে তুলে নিয়েছে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮ ওভারে ৩ উইকেটে ৭৯ রান।

পঞ্চম ওভারে বিপজ্জনক মার্টিন গাপটিলকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। বিদায় নেয়ার আগে অবশ্য মেরে খেলার চেষ্টা করছিলেন কিউই ওপেনার। পঞ্চম ওভারে মোস্তাফিজের বলে মারেন দুটি চার। যে বলটিতে তিনি আউট হয়েছেন সেটি অবশ্য ঠিকমতো বুঝতে পারেননি। বল ওপরে উঠলে মোস্তাফিজ নিজেই দৌড়ে ক্যাচ নেন। ২৪ বলে গাপটিল ফেরেন ২০ রানে।

নবম ওভারে বল করতে আসেন আগের ম্যাচে অভিষিক্ত অফস্পিনার শেখ মেহেদী হাসান। তার ঘূর্ণি বলে বোল্ড হন হেনরি নিকোলস। তিনি ফেরেন ১৩ রানে। মেহেদীর প্রথম আন্তর্জাতিক উইকেটও এটি। পরের ওভারে এসে বাজিমাত করেন আবারো। তার স্পিনে বোল্ড হয়ে ফেরেন নতুন নামা উইল ইয়ং। 

তবে অপর প্রান্তে থাকা ডেভন কনওয়ে মেরে খেলছেন ঠিকই। ব্যাট করছেন ২৯ রানে। সাথে আছেন টম ল্যাথাম (১৮) ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh