চাঁদপুরে ২৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০১:২৬ পিএম

ছবি: চাঁদপুর প্রতিনিধি

ছবি: চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের আটক রোহিঙ্গা দম্পতির পেট থেকে দুই হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

আটক দম্পতির কক্সবাজার জেলার টেকনাফ থানার আমতলী গ্রামে। তাদের নাম সুফিয়ং (৫৩) ও তার স্ত্রী গান্ধী (৪৫)। 

এর মধ্যে সুফিয়াংয়ের পেটের ভেতর থেকে এক হাজার ৫০০ পিস ও গান্ধীর পেটিকোটে সেলাই করা প্যাকেট থেকে এক হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গতকাল সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলির বাবুরহাট-মতলব সড়কের প্রবেশমুখে একটি কলার আড়তের সামনে থেকে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের ধারণা আটকরা রোহিঙ্গা। এরপরও সংশ্লিষ্টরা তাদের পরিচয় যাচাই-বাছাই করছেন।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ইয়াবার কথা স্বীকার করেন। পরে শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়। সুফিয়ংয়ের পেটে এক্সরে করে ইয়াবার বিষয়টি নিশ্চিত করা গেছে।

সুফিয়ং জানান, তারা ইয়াবাগুলো টেকনাফ থেকে চাঁদপুর নিয়ে আসে। এরমধ্যে সুফিয়ং ইয়াবার ৩০টি প্যাকেট খান। আর তার স্ত্রী গান্ধীর পরনের পেটিকোটের নিচে কৌশলে এক হাজার ৪০০ পিস ইয়াবা সেলাই করে রাখে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh