‘ভাঙা পায়েই খেলা হবে’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৫:০৭ পিএম

ব্যান্ডেজ করা এক পা ফুটবলের ওপর রাখা, পাশে লেখা ‘ভাঙা পায়েই খেলা হবে’। ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এভাবেই প্রাচারণা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।

নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়ছেন তৃণমূল কংগ্রেসের প্রধান এবং রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নির্বাচনি প্রচার চালাতে সেখানে গিয়ে পায়ে আঘাত পান তিনি। দলটির অভিযোগ, হামলা শিকার হয়েছেন মমতা। এরপর রাজ্যজুড়ে প্রতিবাদে নামেন তৃণমূল নেতাকর্মীরা।

ভারতীয় সংবাদমাধ্যমের ভাষ্য, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় শিলিগুড়ি শহরের দেয়ালে দেয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাতপ্রাপ্ত পায়ের ছবি দিয়ে অভিনব কায়দায় চলছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনি প্রচার।

বিরোধীদের অভিযোগ, মানুষের ভোট পেতে মমতার আঘাত লাগার আবেগকে কাজে লাগাতে চাইছে দলটি।

শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর সত্যজিৎ অধিকারীর দাবি, দিদি ভাঙা পা নিয়ে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। দিদির ভাঙা পা-কে সামনে রেখেই আমরা আমাদের খেলা খেলবো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh