সেনাসদস্যের বিরুদ্ধে কন্যাসন্তান হত্যার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৫:৫০ পিএম

শিশুটির মরদেহ ময়নাতদন্তের বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

শিশুটির মরদেহ ময়নাতদন্তের বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে হুমায়ুন সরদার নামের এক সেনাসদস্যের বিরুদ্ধে নিজের দুই বছর বয়সী মেয়েকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২২ মার্চ) রাতে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে হত্যার ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত হুমায়ুন সরদার পলাতক রয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত।

নিহতের পরিবারের বরাতে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, পারিবারিক কলহের জেরে সোমবার রাতে একমাত্র কন্যা রাইসাকে আছাড় দেন সেনাসদস্য হুমায়ুন সরদার। এতে ঘটনাস্থলেই রাইসার মৃত্যু হয়। ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, এ ঘটনায় শিশুটির নানা আব্দুল আলী শেখ বাদী হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh