হিন্দুদের উপর হামলা লজ্জাজনক : শাল্লায় জাফরুল্লাহ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৫:৫৪ পিএম | আপডেট: ২৩ মার্চ ২০২১, ০৬:০৭ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘এই দিনগুলো দেখার জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম? দেশ স্বাধীন করেছি- যে দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি না। এ লজ্জা আমরা কোথায় রাখব! বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শাল্লার নোয়াগাঁও হিন্দু ধর্মাবলম্বীদের উপর এমন ঘটনা ঘটিয়েছে, এটি সত্যি খুবই লজ্জাজনক। নোয়াগাঁও গ্রামে হামলায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা পরিকল্পিত। এ ঘটনার বিচার নিশ্চিত করতে হলে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।’

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নে হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। হামলা ও লুটপাটের ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন করে আগামী ৭ দিনের ভেতর প্রতিবেদন দেয়ার দাবি জানান ডা. জাফরুল্লাহ। 

তিনি আরও বলেন, ‘দেশে এর আগেও অনেক বড় বড় ঘটনা ঘটেছে; কিন্তু বিচার বিভাগ এখন পর্যন্ত কোনো ঘটনার রায় সুষ্ঠুভাবে দিতে পারেনি। পুলিশ প্রশাসন এখানকার মানুষকে রক্ষা করতে পারেনি, তাই হামলার সময় এখানে যেসব পুলিশ কর্মকর্তা দায়িত্বে ছিলেন তাদের সবাইকে প্রত্যাহার করতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমদাদ উল্লাহ শহীদুল ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh