প্রায় ৫০ লাখ মানুষ টিকা নিয়েছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৮:২১ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন ৭৮ হাজার ৩৩০ জন। এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৪৯ লাখ ৯০ হাজার ২৩২ জন। এদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯২০ জনের। পাশাপাশি টিকার জন্য মোট নিবন্ধন করেছে ৬৩ লাখ ৭৮ হাজার ৬২৭ জন।

মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদফতরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৪৩ হাজার ৯৯৫ জন এবং নারী ৩৪ হাজার ৩৩৫ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে ২১ হাজার ৯২১ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ৬০৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ হাজার ৩১৮ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৩৩ জন, রংপুর বিভাগে ১১ হাজার ৮৫৮ ঐজন, খুলনা বিভাগে ৬ হাজার ৪৫৪ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১১৭ জন এবং সিলেট বিভাগে ২ হাজার ২৩ জন টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেয়া হয় ২৬ জনকে। টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh