অস্ত্র মামলায় দুইজনের ১০ বছর দণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ১০:৩৪ পিএম

নেত্রকোনায় অবৈধ অস্ত্র রাখার মামলায় দুই আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৪ মার্চ) নেত্রকোনা যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্তরা হলেন- জেলার দুর্গাপুর উপজেলার বাগিচাপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে মো. তাজুল ইসলাম তাজু এবং একই উপজেলার বায়রাউড়া গ্রামের মৃত রাজ মাহমুদের ছেলে মো. মজিম। এর মধ্যে আসামি মো. তাজুল ইসলাম তাজু পলাতক রয়েছেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ ডিসেম্বর দুর্গাপুর উপজেলা সদরের সুসং বাজারে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্র বিক্রি করছে, এমন সংবাদ পেয়ে ওইদিন সন্ধ্যায় র‌্যাবের সদস্যরা ক্রেতা সেজে অস্ত্র কিনতে যায়। পরে ঘটনার সত্যতা পেয়ে র‍্যাব অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ২টি বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে র‍্যাব। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

২০১৩ সালের ৩০ অক্টোবর তাদের বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইন (সংশোধনী ২০০২) এর ১৯(ভ) ধারায় অভিযোগ গঠন করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. রফিকুল ইসলাম এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন মাজহারুল ইসলাম খান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh