করোনার টিকা পায়নি ৩৬টি দেশ: ডব্লিউএইচও

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১২:২৫ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২১, ০৩:৫৩ পিএম

জাতিসংঘ সমর্থিত ভ্যাকসিন কার্যক্রম কোভ্যাক্স মাত্র এক মাসে ৬১টি দেশে বিভিন্ন ভ্যাকসিনের ৩২ মিলিয়নেরও বেশি ডোজ বিতরণ করেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান জানিয়েছেন।

ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস অ্যাধনম গেব্রিয়েসাস বছরের শুরুতে দেশগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছিলেন, যাতে সব রাষ্ট্র ২০২১ সালের প্রথম ১০০ দিনের মধ্যে টিকা দিতে শুরু করতে পারে।

গতকাল শুক্রবার (২৬ মার্চ) তিনি তার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ১৭৭টি দেশ ও অঞ্চল টিকা কার্যক্রম শুরু করেছে। ১০০ দিন শেষ হওয়ার মাত্র ১৫ দিন বাকি রয়েছে। এখনও ৩৬টি দেশ ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে যাতে তারা স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের টিকা দেয়া শুরু করতে পারে।

তিনি আরো বলেন, এই ১৫ দিনের মধ্যে ১৬টি দেশ কোভ্যাক্স থেকে টিকার প্রথম ডোজ পাবে। তবে ২০ দেশের জন্য কোনো টিকা বরাদ্দ নেই।

তেদ্রোস বলেন, এ অবস্থায় কোভ্যাক্স প্রকল্পের জন্য জরুরি ভিত্তিতে এক কোটি টিকা প্রয়োজন যেন ওইসব দেশ আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের টিকা দিতে পারে। কোভ্যাক্স টিকা বিতরণে প্রস্তুত, কিন্তু আমরা টিকা বিতরণ করতে পারছি না। কারণ আমাদের কাছে টিকা নেই। -ইউএনবি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh