গাইবান্ধায় আগুন দিয়ে গৃহবধূকে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ০৫:০১ পিএম

যৌতুকের দাবিতে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার গ্রামে শারমিন আকতার (২২) নামে এক গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার রাতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী কোরবান আলী (৩০) ও শাশুড়ি কুলসুম বেগমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ মার্চ যৌতুকের জন্য স্বামী-শাশুড়ি মিলে মারপিট ও শরীরে আগুন দিয়ে ওই গৃহবধূকে ঝলসে দেয়। 

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান বলেন, পুলিশ ঘটনার রাতেই স্বামী কোরবান আলী ও শাশুড়ি কুলসুম বেগমকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় গৃহবধূর স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh