ক্রমাগত কমছে টিকাগ্রহীতার সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ০৮:৫৩ পিএম

দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়া মানুষের সংখ্যা ক্রমাগত কমছে। শনিবার (২৭ মার্চ) করোনার টিকা নিয়েছেন ৬৫ হাজার ৩৬৮ জন। গত বৃহস্পতিবার  (২৫ মার্চ) ৭০ হাজার ৪০৭ জন এবং বুধবার (২৪ মার্চ) ৭৮ হাজার ৮১৭ জন টিকা নিয়েছেন।

শনিবার (২৭ মার্চ) টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।

দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫২ লাখ চার হাজার ৮২৪ জন। এদের মধ্যে পুরুষ ৩২ লাখ ৪৪ হাজার ৩৯৯ জন আর নারী ১৯ লাখ ৬০ হাজার ৪২৫ জন।

আর গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৬৫ হাজার ৩৬৮ জন, যাদের মধ্যে ৩৫ হাজার ৩৪২ জন পুরুষ এবং ৩০ হাজার ২৬ জন নারী।

অধিদফতর জানায়, মোট টিকা নেয়া ৫২ লাখ চার হাজার ৮২৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৬ লাখ ১৭ হাজার ৫২৮ জন, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ৪৬ হাজার ৩৭২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ৫৪ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে পাঁচ লাখ ৮৬ হাজার ৮৬ জন, রংপুর বিভাগে পাঁচ লাখ ২৯ হাজার ৬৪০জন, খুলনা বিভাগে ছয় লাখ ৬৯ হাজার ৫০৫ জন, বরিশাল বিভাগে দুই লাখ ৩১ হাজার ৫১৩ জন ও সিলেট বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ৬৯ হাজার ৬৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেয়া হয় ২৬ জনকে। করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh