সোনার বাংলায় ইট-পাটকেল, রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০১:২০ পিএম

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে হরতাল সমর্থনকারীরা ইট-পাটকেল ছোড়ায় চট্টগ্রামের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ। 

ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুর করেছে হেফাজতে ইসলামের কর্মী। তাদের ইট পাটকেলের আঘাতে ট্রেনের ভেতরে থাকা অন্তত ১০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রেলওয়ে পুলিশ চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. কামরুল হাসান এ বিষয়ে সাম্প্রতিক দেশকালকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রামে যাত্রী নিয়ে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলা এলাকায় সোনার বাংলা ট্রেনে চলন্ত অবস্থায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh