রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন লাগানোর চেষ্টা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০৩:৩২ পিএম

টেকনাফের উনচিপ্রাং ক্যাম্পে আগুন লাগানোর চেষ্টা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উনচিপ্রাং ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আসু জামান (২১) নামে এক রোহিঙ্গার ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এতে আসু জামানের ঘরের চালা সামান্য পুড়ে যায়।

১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে আশপাশের লোকজনের সহায়তায় আগুন পুরোপুরি নেভানো হয়।’

তিনি আরও জানান, লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় অপিরিচিত এক ব্যক্তি আগুন লাগিয়ে পালিয়ে যায়। উক্ত ব্যক্তির পরিচয় উদঘাটনে এপিবিএন পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (২২ মার্চ) উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মৃত্যু হয় অন্তত ১১ জন রোহিঙ্গার। এ ঘটনায় ৪৫ হাজারের মতো রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh