গণপরিবহনে ভাড়া বাড়লো ৬০ শতাংশ, কার্যকর বুধবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ১২:০১ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শারীরিক দূরত্ব নিশ্চিত করতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করায় গণপরিবহনে ৬০ ভাগ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

আগামীকাল বুধবার (৩১ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে ও পরবর্তী দুই সপ্তাহ তা বহাল থাকবে। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মঙ্গলবার (৩০ মার্চ) একথা জানান।

এর আগে গতকাল সোমবার গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে করোনা প্রতিরোধে জারি করা মোট ১৮ দফা নির্দেশনায় এ কথা বলা হয়।

এর আগে গত বছরও করোনার কারণে বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত হলে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল। তবে ভাড়া বাড়ানো হলেও অর্ধেক যাত্রী নেওয়ার সিদ্ধান্ত অনেক গণপরিবহনই মানেনি বলে অভিযোগ রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh