মিয়ানমারে জান্তার হামলায় নিহত ৫০০ ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ০২:২৬ পিএম

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

মিয়ানমারে সেনাঅভ্যুত্থান বিরোধী প্রতিবাদ বিক্ষোভকালে সামরিক বাহিনীর নৃশংস ও বর্বর হামলায় নিহতের সংখ্যা পাঁচশ ছাড়িয়ে গেছে।

স্থানীয় একটি পর্যবেক্ষক গ্রুপ দ্য এসিসট্যান্স এসোসিয়েশান ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) আজ মঙ্গলবার (৩০ মার্চ) এ কথা জানিয়েছে।

গ্রুপটি নিশ্চিত করেছে, দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে গ্রেফতারের পর শুরু হওয়া বিক্ষোভে চালানো হামলায় মোট ৫১০ জন প্রাণ হারিয়েছে। তবে এ সংখ্যা আরো বেশি হতে পারে বলেও তারা ধারণা করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছে গত শনিবার; ওইদিন সব মিলিয়ে ১৪১ জন নিহত হয়।

গণতন্ত্রকামী আন্দোলনকারীরা গতকাল সোমবার (২৯ মার্চ) রাতে প্রদীপ জ্বেলে নিহতদের স্মরণ করেছে। এদিকে আজ ‘গার্বেজ স্ট্রাইক’ নামে তাদের নতুন এক কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচিতে নাগরিকদের ঘরের আবর্জনা রাস্তার মোড়ে ছুড়ে ফেলে সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বলা হচ্ছে।

এএপিপি বলেছে, সোমবারও বিক্ষোভে দমন-পীড়নে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন নিহত হয়েছেন ইয়াঙ্গুনের দক্ষিণ দাগন এলাকায়। আন্দোলনকারীরা ওই এলাকায় বালির বস্তা দিয়ে অবরোধ তৈরি করেছিল। নিরাপত্তা বাহিনী তা সরাতে ভারী অস্ত্র ব্যবহার করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রতিবাদকারীদের ওপর এই হত্যা-নিপীড়ন বন্ধ করতে মিয়ানমারের জেনারেলদের প্রতি আহ্বান জানিয়েছেন। -এএফপি ও রয়টার্স

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh