নন্দীগ্রামে মমতার গাড়ি দেখেই ‘জয় শ্রী রাম’ স্লোগান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ০৫:২০ পিএম

শেষবেলায় নির্বাচনী প্রচার করতে নন্দীগ্রামে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি দেখামাত্রই ‘জয় শ্রী রাম’ স্লোগানে মেতে ওঠে একদল বিজেপি সমর্থক। 

ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, মঙ্গলবার (৩০ মার্চ) সকালে রেয়াপাড়ার ভাড়াবাড়ি থেকে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন তৃণমূলনেত্রী। সেই পথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির পাশে জড়ো হয় একদল বিজেপি সমর্থক। মমতার গাড়ির পেছনে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে-দিতে ছুটতে শুরু করেন বেশ কিছু বিজেপি কর্মী। পরে বিজেপি সমর্থকদের আটকে দেন পুলিশ সদস্যরা।

রেয়াপাড়ার পরে এদিন সোনাচূড়াতেও একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তারক্ষী ও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে।

আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট অনুষ্ঠিত হবে। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে এবার ভোটে লড়ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপক্ষে বিজেপির প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের স্নেহভাজন শুভেন্দু অধিকারী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh