হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মমতা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ০৭:২৭ পিএম

ভোটের প্রচারমঞ্চে জাতীয় সংগীত গাইতে হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজারের খবরে জানানো হয়, মঙ্গলবার (৩০ মার্চ) নন্দীগ্রামের টেঙ্গুয়ায় তৃণমূলের জনসভায় মুখ্যমন্ত্রী জাতীয় সংগীত গাইতে নিজেই হুইলচেয়ার ছেড়ে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। এরপর কারো সাহায্য ছাড়াই তিনি হুইলচেয়ার থেকে উঠার চেষ্টা করেন।

তৃণমূলের নেতাকর্মীরা তাকে সাহায্য করতে এগিয়ে আসলে মমতা বলেন, ‘‘একটু চেষ্টা করি না।’’

তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এক পায়ে দাঁড়িয়ে জাতীয় সংগীতে গলা মেলান।

গত ১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে বিরুলিয়া বাজারে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ৪-৫ জন তাকে ঠেলে তার পায়ে ইচ্ছাকৃতভাবে চেপে দরজা বন্ধ করে দিয়েছে। তৃণমূল প্রধানের এই অভিযোগে উত্তাল হয়ে উঠে পশ্চিমবঙ্গ। অভিযোগ জমা পড়লেও তদন্তের পর তা খারিজ করে দেয় নির্বাচন কমিশন। আহত হওয়ার পর কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর হুইলচেয়ারেই নির্বাচনী প্রচারে নামেন তৃণমূল নেত্রী মমতা। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh