রেমিট্যান্স প্রেরণে স্ট্যান্ডার্ড ব্যাংক ও রিয়ার চুক্তি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ০৯:৪৯ পিএম

প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে বিশ্বের অন্যতম মানি ট্রান্সফার কোম্পানি রিয়ার সাথে চুক্তিবদ্ধ হলো স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

সোমবার (২৯ মার্চ) আয়োজিত এক ভার্চুয়াল মিটিংয়ে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এবং যুক্তরাজ্য থেকে রিয়া মানি ট্রান্সফারের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর সোহেল শামসি যুক্ত হয়ে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, রেমিট্যান্স ডিভিশনের প্রধান রেবেকা সুলতানা এবং রিয়া মানি ট্রান্সফার, বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ একেএম নাজমুল হোসেন যুক্ত ছিলেন।

এখন থেকে রিয়াসহ ১৩টি মানি ট্রান্সফার কোম্পানির মাধ্যমে বিশ্বের যেকোনো দেশ থেকে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স তাদের আপনজনেরা দেশব্যাপী স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৩৮টি শাখা ও ২৮টি এজেন্ট আউটলেট থেকে নির্বিঘ্নে গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh