বইমেলার সময় কমলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ০৩:৪০ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২১, ০৩:৪৫ পিএম

ছবি: স্টার মেইল

ছবি: স্টার মেইল

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অমর একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আজ বুধবার (৩১ মার্চ) থেকে বইমেলা চলবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২১’-এর সময়সূচিতে আজ ৩১ মার্চ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বিকেল ৩টায় ও শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এর আগে বইমেলা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হতো রাত ৯টায়। ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। এখন থেকে মেলার সময়সূচি পরিবর্তিত সময়ে চলবে। 

তবে পরিবর্তিত সিদ্ধান্তে ছুটির দিনের বিষয়ে কিছু বলা হয়নি।

করোনাভাইরাসের কারণে এবার বইমেলা মার্চের ১৮ তারিখ থেকে শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh