রাঙ্গামাটির সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ০৬:৫৮ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২১, ০৮:০৩ পিএম

করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহের জন্য সাজেকসহ পার্বত্য জেলা রাঙ্গামাটির সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (৩১ মার্চ) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত  জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। 

একইসাথে প্রতিদিন রাত আটটায় জেলার সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধের নির্দেশনা দেয়া হয়।

গণপরিবহনে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন, হোটেল মোটেলে অর্ধেক আসন তুলে রেখে ভোক্তাদের সেবা প্রদান এবং আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়।

সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন, পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh