আইসিইউতে রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ০৪:৪৮ পিএম

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এই নেতাকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেভেল কমে গেলে আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেয়া হয়েছে। পরে অক্সিজেন লেভেল আরো কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।

গত ১৭ মার্চ করোনায় আক্রান্ত হন রুহুল কবির রিজভী। পরে ১৮ মার্চ বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh