অনির্দিষ্টকালের জন্য চিড়িয়াখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ১০:৪৮ এএম | আপডেট: ০২ এপ্রিল ২০২১, ১০:৫০ এএম

করোনা সংক্রমণ রোধে ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার (২ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিলে ২০২০ সালের ২০ মার্চ জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সাত মাস বন্ধ থাকার পর নভেম্বরের প্রথম দিন থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয় মিরপুর চিড়িয়াখানার দুয়ার। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো চিড়িয়াখানা। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh