বইমেলার চূড়ান্ত সিদ্ধান্ত রবিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০৯:১৬ পিএম

ছবি: স্টার মেইল

ছবি: স্টার মেইল

অমর একুশে গ্রন্থমেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল রবিবার নেয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

কেএম খালিদ জানিয়েছেন, লকডাউন হলে তো সবই বন্ধ থাকবে, বইমেলাও বন্ধ থাকবে, তাই তো হওয়ার কথা। কালকের (রবিবার) দিনটা দেখি, কালকের বইমেলা পর্যন্ত।

তিনি বলেন, এখনো কোনো প্রজ্ঞাপন আসেনি, কিন্তু কভিডের কারণে তো সমাবেশ নিষিদ্ধ আছে, সেক্ষেত্রে ভাবতে হবে, লকডাউন দিলে তো বইমেলা চালানোর সুযোগই নেই। শুধু মিল-ফ্যাক্টরি খোলা থাকবে হয়তো, বাকি সবকিছু বন্ধ। যেগুলো খোলা থাকবে, সেগুলোও স্বল্প পরিসরে।

এদিকে লকডাউন দিলেও লকডাউনের পর বইমেলা চালু রাখার আহ্বান জানিয়েছেন বিভিন্ন প্রকাশকরা।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, বইমেলার চলবে কি না, সে বিষয়ে শনিবার পর্যন্ত কিছুই জানি না। সব মিলিয়ে প্রকাশকরা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আমরা চাই লকডাউনের পরে বইমেলা সচল হোক। কারণ এক বছর পর বইমেলা করতে এসে প্রকাশকরা আরও ক্ষতিগ্রস্ত হবেন।

অন্যদিকে, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী জানিয়েছেন, প্রজ্ঞাপন হাতে পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh