লকডাউনে দুই ঘণ্টার পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ০৬:২৫ পিএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২১, ০৬:২৭ পিএম

লকডাউনে পুঁজিবাজার পুরোপুরি বন্ধ থাকছে না। তবে লেনদেন চলবে দুই ঘণ্টা, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। 

করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি রোধে ৫ এপ্রিল (সোমবার) থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজা করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে পু্ঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, ৫ এপ্রিল থেকে সাত দিন দেশের তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে চালু রাখার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, এই সাত দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বেন। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh