শেরপুরে লকডাউনের প্রথম দিন

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১, ০৯:৫২ এএম

ছবি: শেরপুর প্রতিনিধি

ছবি: শেরপুর প্রতিনিধি

সারাদেশের মতো শেরপুরে লকডাউনের প্রথম দিন কড়াকড়িভাবে পালিত হচ্ছে। 

আজ সোমবার (৫ এপ্রিল) সকাল থেকেই শহরের সবধরনের দোকানপাঠ বন্ধ রয়েছে। শহরে হালকা যানের মধ্যে অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। 

নির্মাণ কাজ চালু থাকায় শহরের বিভিন্ন স্থানে শ্রমিকদের আনাগোনা দেখা গেছে। জরুরি সেবাসমূহের দোকানপাট ও যান চলাচল করেছে। 

তবে দূরপাল্লার যাত্রীবাহী যানচলাচল বন্ধ রয়েছে। সরকারি ও বেসরকারি অফিস সিমিত পরিসরি খোলা রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আজ সোমবার (৫ এপ্রিল) থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এ সময় মানুষের কাজ ও চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণে থাকবে। জরুরি সেবা ছাড়া প্রায় সবকিছুই বন্ধ থাকবে। 

গতকাল রবিবার (৪ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আজ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্ধ‌্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত‌্য প্রয়োজনীয় পণ‌্য ক্রয়, চিকিৎসা সেবা, মরদেহ দাফন) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

লকডাউনে গণপরিবহন- বাস, ট্রেন, লঞ্চ, প্লেন চলাচল বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি অফিস-আদালত এবং দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh