লেবানন থেকে ফিরছেন আরো ২৭৮ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১, ১০:৪৮ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন আরো ২৭৮ জন প্রবাসী বাংলাদেশি। রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণে তারা দেশটি থেকে ফিরে আসছেন। 

তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দিয়েছেন।

গতকাল রবিবার (৪ এপ্রিল) লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ ফ্লাইট (বোয়িং-৭৮৮) বৈরুত রফিক হারিরি এয়ারপোর্ট ছেড়েছে। এ ফ্লাইটে ২৭৮ জন যাত্রী দেশে ফিরছেন।

আজ সোমবার (৫ এপ্রিল) সকালে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির প্রথম ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত তিন হাজারের বেশি প্রবাসী বাংলাদেশে ফিরেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh