সিপিবির বর্ষীয়ান নেতা মোর্শেদ আলী আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ০১:০৬ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২১, ০৩:৫২ পিএম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বর্ষীয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ আলী (৭৮) মৃত্যুবরণ করেছেন। 

বুধবার (৭ এপ্রিল) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মারা যান।

এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে তিনি প্রথমে বারডেম হাসপাতালে ও পরে বিএসএমএমইউ-এ ভর্তি হন।

সিপিবির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল ক্বাফি গণমাধ্যমকে জানিয়েছেন, মোর্শেদ আলীর মরদেহ আজ বেলা ১১টার দিকে পল্টনে সিপিবির কার্যালয়ে আনা হবে। এরপর নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দলীয় কার্যালয় ও শহীদ মিনারে এই নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পর মরদেহ শেওড়াপাড়ার বাসভবনে নেয়া হবে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে এই বর্ষীয়ান নেতা সর্বশেষ সিপিবির কন্ট্রোল কমিশনের সদস্য ছিলেন। এর আগে দলের সভাপতিমণ্ডলীর সদস্যও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন ১৯৬৬-৬৭ মেয়াদে। তিনি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) অন্যতম প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ কৃষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh