রেকর্ড ভেঙে ভারোত্তোলনে মাবিয়ার স্বর্ণ জয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ০৬:২৪ পিএম

বাংলাদেশ আনসারের ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। এসএ গেমসে বাংলাদেশের জন্য এনেছিলেন স্বর্ণ। এবারের বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে নিজের করা রেকর্ড ভেঙে  স্বর্ণ জয় করেছেন তিনি। 

বুধবার (৭ এপ্রিল) ময়মনসিংহের জিমনেশিয়ামে মেয়েদের ৬৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি মিলিয়ে ১৮১ কেজি তুলে রেকর্ড গড়েন মাবিয়া। এই ভারোত্তোলক ভেঙেছেন নিজের গড়া ২০১৮ সালের রেকর্ড। সেবার আন্তঃসার্ভিস ভারোত্তলনে ১৭৯ কেজি তুলে রেকর্ড গড়েছিলেন তিনি।

একই ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর লিমা আক্তার স্ন্যাচে ৫৯ কেজি ও ক্লিন এন্ড জার্কে ৭৩ কেজিসহ মোট ১৩২ কেজি তুলে রুপা ও সিপাহীবাগ যুব সংঘের লাবনী আক্তার স্ন্যাচে ৫৬ কেজি ও ক্লিন এন্ড জার্কে ৬০ কেজি মিলিয়ে ১১৬ কেজি তুলে ব্রোঞ্জ পেয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh