আরো দেড় লাখ টন চাল আমদানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১০:২৩ পিএম

মজুত বাড়াতে ভারত থেকে আরো দেড় লাখ টন চাল আমদানি করবে সরকার। এর মধ্যে ভারতের কৃষি বিষয়ক সরকারি সংস্থা থেকে এক লাখ টন, বাকি ৫০ হাজার টন আনা হবে ভারতের বেসরকারি কোম্পানি পি কে এগ্রি লিংক থেকে।

অর্থ ও ক্রয় বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে বুধবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত দর প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

এতে মোট ব্যয় হবে ১৭৫ কোটি টাকা। প্রতি টন চালের দাম পড়বে প্রায় ৪১২ ডলার।

গত ৪ এপ্রিল পর্যন্ত দেশে খাদ্যের মজুত ছিল চার লাখ ৮৮ হাজার টন। এর মধ্যে চালের মজুত তিন লাখ ৯৯ হাজার টন। বাকিটা গম।

গত ২৪ মার্চ ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির প্রস্তাবের অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh