সেঞ্চুরিয়নে ফখরের সেঞ্চুরিতে সিরিজ জিতল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ১২:০০ এএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২১, ০৩:১৫ এএম

দ্বিতীয় ম্যাচের ব্যাটিং তাণ্ডবের পর শেষ ম্যাচেও ব্যাটে ঝড় তুলেছিলেন ফখর জামান। সঙ্গ দিয়েছেন বাবর আজম। অঘোষিত ফাইনালে পাকিস্তানের বড় সংগ্রহের পর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দারুণ লড়াই করলেও শেষরক্ষা হয়নি। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় পাকিস্তান।

বুধবার (৭ এপ্রিল) সেঞ্চুরিয়নে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৮ রানে জয় পেয়েছে পাকিস্তান। সফরকারীদের ৩২০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ২৯২ রাতে গুটিয়ে যায় স্বাগতিকরা।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামানের ব্যাটে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় পাকিস্তান। দুজন মিলে গড়েন ১১২ রানের উদ্বোধনী জুটি। ফখর করেন ১০৪ বলে ১০১ রান।

এরপর বাবর আজম এসে শুধু বাড়িয়েছেন স্কোর। ৮২ বলে ৯৪ রান করেন তিনি। শেষ মুহূর্তে হাসান আলীর ঝড়ো ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকার হয়ে কেশভ মহারাজ নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন এইডেন মারক্রাম ও একটি করে উইকেট পেয়েছেন আন্দিল পেহলিকাইয়ো এবং জেজে স্মাটস।

জবাবে বড় লক্ষ্যে ব্যাটিং নেমে গেল শুরুটা ভালো করতে পারেননি স্বাগতিকরা। অভিষেক হওয়া পাকিস্তানি লেগ স্পিনার ওসমান কাদিরের ঘূর্ণিতে ব্লোড হন স্মাটাস।

এক প্রান্ত আগলে রাখা মালানকে ৭০ রানে সাজঘরে পাঠান নাওয়াজ। ১৪০ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে এগিয়ে নেন ভেরেইন ও ফেলুকওয়ায়ো। তাদের শতরানের জুটিতে লড়াইয়ে ফেরে দক্ষিণ আফ্রিকা। তবে শেষরক্ষা হয়নি। তাদের জুটি শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ২৯২ রানে অলআউট হয়ে থামে স্বাগতিকদের ইনিংস।


সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৫০ ওভারে ৩২০/৭ (ইমাম ৫৭, ফখর ১০১, বাবর ৯৪, রিজওয়ান ২, সরফরাজ ১৩, ফাহিম ১, নওয়াজ ৪, হাসান ৩২; মারক্রাম ১০-০-৪৮-২, হেনড্রিকস ৭-০-৩৮-০, সিপামলা ৬-০-৫০-০, ডুপাভিলন ৫-০-৩০-০, ফেলুকওয়ায়ো ৪-০-৩৭-১, মহারাজ ১০-১-৪৫-৩, স্মাটস ৮-০-৬৭-১)।

দক্ষিণ আফ্রিকা: ৪৯.৩ ওভারে ২৯২ (মালান ৭০, মারক্রাম ১৮, স্মাটস ১৭, বাভুমা ২০, ভেরেইন ৬২, ক্লাসেন ৪, ফেলুকওয়ায়ো ৫৪, মহারাজ ৫, হেনড্রিকস ১, সিপামলা ৪*, ডুপাভিলন ১৭; আফ্রিদি ৯.৩-০-৫৮-৩, হাসান ১০-০-৭৬-১, রউফ ৯-১-৪৫-২, উসমান ৯-০-৪৮-১, নওয়াজ ৭-০-৩৪-৩, ফাহিম ৫-০-৩০-০)।

ফল: পাকিস্তান ২৮ রানে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানেপাকিস্তান জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: বাবর আজম।

ম্যান অব দ্য সিরিজ: ফখর জামান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh