ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করলেন ইমরান খান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ১০:১৫ এএম

 ইমরান খান। ফাইল ছবি

ইমরান খান। ফাইল ছবি

ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার কারণ হিসেবে নারীর পোশাককে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার এই মন্তব্যের পর পাকিস্তানে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ধর্ষণের সংখ্যা বৃদ্ধি ইঙ্গিত দেয় যেকোনো সমাজে অশ্লীলতা বেড়ে যাওয়ার পরিণতি। সমাজে নারীদের ধর্ষণের ঘটনা অনেক দ্রুত বাড়ছে। 

প্রলুব্ধ করা এড়াতে নারীদের পর্দা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পর্দার মূল বিষয় হলো প্রলুব্ধ করা থেকে বিরত থাকা। সবার তা অস্বীকার করার ইচ্ছাশক্তি থাকে না।

সমাজে অশ্লীলতার জন্য বিবাহবিচ্ছেদের হার ৭০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে বলে দাবি করে পাকিস্তানি প্রধানমন্ত্রী আরো বলেন, ভারতীয় চলচ্চিত্র শিল্প হলিউডের অনুকরণ করা শুরুর পর থেকে ভারতেও একই পরিস্থিতি বিরাজ করছে।

ইমরান খানের ওই মন্তব্যের পর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন অধিকার সংগঠন। গতকাল বুধবার (৭ এপ্রিল) অনলাইনে এ-সংক্রান্ত একটি বিবৃতিতে অনেকেই স্বাক্ষরও করেছেন। ওই বিবৃতিতে ইমরান খানের মন্তব্যকে ‘ত্রুটিপূর্ণ, রূঢ় ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করা হয়েছে। -আল জাজিরা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh