বেশি করের প্রস্তাবে রাজি বেজোস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ১২:২৩ পিএম

জেফ বেজোস

জেফ বেজোস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবের পক্ষে অ্যামাজন প্রধান জেফ বেজোস। 

বড় কর্পোরেটের উপর করের পরিমাণ বাড়িয়ে দেশের পরিকাঠামো উন্নত করার পরিকল্পনা করেছেন তিনি। বাইডেন জানিয়েছেন, তিনি সাধারণ মানুষের উপর কর বসাবেন না। কিন্তু কর্পোরেটের কর প্রায় সাত শতাংশ বাড়াতে চান তিনি। 

বাইডেন বিশেষ করে অ্যামাজনের কথা উল্লেখ করেছিলেন। বলেছিলেন, তারা কোনো কর দেয় না। কর্পোরেট কর বাড়িয়ে বাইডেন দুই দশমিক তিন ট্রিলিয়ান ডলারের পরিকল্পনা রূপায়ণ করতে চান।

এরই জবাবে বিশ্বের অন্যতম ধনী জেফ বেজোস বলেছেন, তিনি প্রেসিডেন্ট বাইডেনের পরিকল্পনাকে সমর্থন করেন। কর্পোরেট কর বাড়ানোর প্রস্তাবে তার সায় আছে। মার্কিন পরিকাঠামোয় বাইডেন যেভাবে বিনিয়োগ করতে চাইছেন, তা তিনি সমর্থন করেন। বেজোসের মন্তব্য কোম্পানির ওয়েবসাইটে দেয়া হয়েছে।

গত মাসে বাইডেন ২০১৯ সালে ৯১টি ‘ফরচুন ৫০০’ কোম্পানি নিয়ে সমীক্ষার কথা উল্লেখ করে বলেছিলেন, বিশ্বের বৃহত্তম কোম্পানিগুলো কোনো কর দেয় না। যেমন অ্যামাজন এক পয়সাও ফেডারেল কর দেয় না। এটা উচিত নয়। -ডয়চে ভেলে

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh