ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৩:০৬ পিএম

নেপালে দুটো আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ, জেতেনি একটিতেও। তবু র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ দলের। দুই ধাপ এগিয়ে বর্তমানে আছে ১৮৪তম অবস্থানে। 

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে জামাল ভূঁইয়ারা ম্যাচ খেলেছেন তিনটি। যার প্রথমটি আবার ছিল কিরগিজস্তান অ-২৩ দলের সাথে, তাই সে ম্যাচটা হিসেবে আনেনি ফিফা। তবে বাকি দুটো ম্যাচে বাংলাদেশ ড্র করেছে ১৭১তম অবস্থানে থাকা নেপালের বিপক্ষে, র‍্যাঙ্কিংয়ে উন্নতিটা হয়েছে তাই। আগের ১৮৬তম অবস্থান থেকে এগিয়ে ১৮৪তম অবস্থানে চলে এসেছে জেমি ডে’র দল।

দক্ষিণ এশিয়ায় সবার ওপরে ভারত আছে ১০৪-এ। দুই ধাপ উন্নতি হলেও দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে যথারীতি সবার নিচে আছে শ্রীলঙ্কা (২০৪)। আর বাংলাদেশকে হারানো নেপাল আছে তালিকার ১৭১-এ।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh