যশোরে করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৩:০৮ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২১, ০৩:১০ পিএম

ছবি: যশোর প্রতিনিধি

ছবি: যশোর প্রতিনিধি

যশোরে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৮টায় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন যশোর জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে উপস্থিত থেকে এ কার্যক্রম শুরু করেন।

সিভিল সার্জন জানিয়েছেন, আজ থেকে যশোরে ১২টি কেন্দ্রে ৩৬টি টিম টিকা প্রদানের কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। প্রথমদিনে জেলার চার হাজার টিকা গ্রহণকারীর মোবাইলে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের এমএমএস গিয়েছে। তারাই আজ টিকা গ্রহণ করবেন। সকল কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম শুরু হয়েছে। 

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, প্রথম ধাপে যশোরে এক লাখ ১৮ হাজার ৬০জন করোনার টিকা গ্রহণ করেন। তাদের জন্য দ্বিতীয় ডোজের টিকা দেয়া হচ্ছে। 

প্রথম চালানে ৭৮ হাজার ডোজ টিকা হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এ টিকা কার্যক্রম চলার মধ্যে বাকি ডোজের টিকাও হাতে এসে পৌঁছাবে।

এদিকে দ্বিতীয় ডোজের টিকা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন টিকা গ্রহণকারীরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh