ভারতীয় সেনাপ্রধান ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৩:৪৫ পিএম

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে পাঁচদিনের সফরে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকায় পৌঁছেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে।

বিমানবন্দর থেকে ভারতীয় সেনাপ্রধান ঢাকা সেনানিবাসে পৌঁছলে জেনারেল আজিজ তাকে স্বাগত জানান। সেনানিবাসে শ্রদ্ধা নিবেদন শেষে জেনারেল মনোজ মুকুন্দ নরভানে একটি গাছের চারা রোপন করেন।

ভারতীয় হাইকমিশন এ কথা জানায়। 

এর আগে হাইকমিশন জানায়, ভারতের সেনাপ্রধানের সাথে তার স্ত্রী বীণা নরভানে ও দুই সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছেন। সফরে ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন।

সফরে ভারতীয় সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

ভারতীয় সেনাপ্রধানের এই সফর দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে হাইকমিশন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh