করোনায় সর্বোচ্চ ৭৪ মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৪:২৯ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২১, ০৪:৪১ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের মৃত্যু হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সময়ে নতুন করে ৬ হাজার ৮৫৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদফতরের হিসাবে, নতুন মৃত ৭৪ জনকে নিয়ে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে ৯ হাজার ৫২১ জনের মৃত্যু হলো। আর নতুন শনাক্তদের নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।

গত একদিনে ৩৩ হাজার ৩২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১৯৩টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ লাখ ১৫ হাজার ৭৫৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৬৫ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।

মৃত ৭৪ জনের মধ্যে ৪৮ জন পুরুষ এবং ২৬ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৭০ জন এবং ৪ জনের মৃত্যু হয়েছে বাড়িতে। মোট মারা যাওয়া ৯ হাজার ৫২১ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ১৩০ জন এবং নারী ২ হাজার ৩৯১ জন।

গত একদিনে মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৪৬ জন, ৫১ থেকে ৬০ বছরের ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের ৫ জন এবং ২১ থেকে ৩০ বছরের একজন রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh