শীতলক্ষ্যায় লঞ্চ ডুবানো কার্গো জাহাজ জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৪:৩৮ পিএম

শীতলক্ষ্যায় সাবিত আল হাসান নামের লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবানোর ঘটনায় কার্গো জাহাজ এসকেএল-৩ জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে জাহাজটির ১৪ স্টাফকে আটক করা হয়।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুস সালাম বলেন, গজারিয়ার মেঘনা নদী থেকে কোস্টগার্ডের সদস্যরা কার্গো জাহাজটি জব্দ করে। এ সময় কার্গোতে থাকা ১৪ জন স্টাফকেও আটক করেন তারা। পরে জাহাজটি নৌপুলিশকে বুঝিয়ে দেয়া হয়। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তাকে খবর দেয়া হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, পাগলা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা গজারিয়া থেকে কার্গো জাহাজটি আটক করেছে বলে জানতে পেরেছি। বেশ কয়েকজন স্টাফকেও আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

গত ৪ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সৈয়দপুর কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজ ধাক্কা দিয়ে ‘সাবিত আল হাসান’ নামের লঞ্চটি অর্ধশতাধিক যাত্রীসহ ডুবিয়ে দিয়ে পালিয়ে যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh