পিরোজপুরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৪:৩৯ পিএম

পিরোজপুরের ইন্দুরকানিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮ সদস্যরা।

আটককৃত মাদক কারবারি মো. জাকির হোসেন (৪৮) কুমিল্লার বুড়িচং থানাধীন পূর্ণমতি পশ্চিম পাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২ কেজি গাঁজা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে র‌্যাব-৮ সদর দফতর থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক কেনা বেচার খবর পেয়ে বুধবার বিকাল সোয়া ৫টার দিকে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার টগরা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল।

আভিযানিক দলটি ফেরিঘাটের জনৈক মো. সামছুল হক এর খাবার হোটেলের সামনে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মো. জাকির হোসেন দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে।

এসময় র‌্যাব সদস্যরা তাকে চারদিক থেকে ঘেরাও করে ধরে ফেলে। পরে ঘটনাস্থলে তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব।

এই ঘটনায় বুধবার রাতে র‌্যাব-৮ এর ডিএডি মো. এনামুল হক বাদী হয়ে ইন্দুরকানি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh