বেইজিংয়ে সবচেয়ে বেশি ধনকুবের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৭:২৭ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২১, ০৭:৫০ পিএম

বিশ্বের যেকোনো শহরের চেয়ে এখন ধনকুবের অর্থাৎ শতকোটি ডলারের মালিকের সংখ্যা সবচেয়ে বেশি চীনের বেইজিং শহরে। মার্কিন সাময়িকী ফোর্বসের বার্ষিক ধনকুবের তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, গত বছর বেইজিংয়ে নতুন করে ধনকুবেরদের তালিকায় যুক্ত হয়েছেন ৩৩ জন। বেইজিংয়ে বর্তমান বিলিয়নিয়ার এখন ১০০ জন।  

ধনকুবেরের তালিকায় শীর্ষে ওঠার পথে সামান্য ব্যবধানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে পেছনে ফেলেছে বেইজিং। নিউইয়র্কে এখন বিলিয়ন ডলারের মালিক ৯৯ জন। টানা সাত বছর তালিকার শীর্ষে ছিল নিউইয়র্ক।  

তবে বেইজিং নিউ ইয়র্কের চেয়ে বিলিয়নিয়ারের সংখ্যায় এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের শহরটির ধনকুবেরদের মোট সম্পদের পরিমাণ চীনের রাজধানীর ধনকুবেরদের চেয়ে এখনো ৮০ বিলিয়ন ডলার বেশি বলে জানিয়েছে ফোবর্স।

বেইজিংয়ের সবচেয়ে ধনী বাসিন্দা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের প্রতিষ্ঠাতা ও তার অংশীদারি প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রধান নির্বাহী ঝং ইয়িমিং। গত বছর তার সম্পদ দ্বিগুণ হয়ে ৩৫ দশমিক ছয় বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। 

এর বিপরীতে নিউইয়র্কের সবচেয়ে ধনী বাসিন্দা শহরটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গের সম্পদের পরিমাণ ৫৯ বিলিয়ন ডলার। 

৬৯৮ জন বিলিয়নিয়ার নিয়ে যুক্তরাষ্ট্রের কাছাকাছি এসে দাঁড়িয়েছে চীন। ৭২৪ জন বিলিয়নিয়ার নিয়ে যুক্তরাষ্ট্র এখনো শীর্ষে আছে।

ফোবর্সের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় প্রতি ১৭ ঘণ্টায় একজন করে ধনকুবের বেড়ে বিশ্বের তালিকায় ৪৯৩ জন নতুন বিলিয়নিয়ার যুক্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও চীনের পর ভারতে সবচেয়ে বেশি ১৪০ জন বিলিয়নিয়ার আছেন। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এক হাজার ১৪৯ জন বিলিয়নিয়ারের মোট সম্পদের পরিমাণ চার দশমিক সাত ট্রিলিয়ন ডলার। অপরদিকে যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ চার দশমিক চার ট্রিলিয়ন ডলার।

টানা চতুর্থ বছরও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস। তার মোট সম্পদ গত বছরের চেয়ে ৬৪ বিলিয়ন ডলার বেড়ে ১৭৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। 


শীর্ষ ১০ ধনকুবেরের তালিকা


১. জেফ বেজোস (যুক্তরাষ্ট্র)

সম্পদের পরিমাণ : ১৭৭ বিলিয়ন ডলার


২. ইলন মাস্ক (যুক্তরাষ্ট্র)

সম্পদের পরিমাণ : ১৫১ বিলিয়ন ডলার


৩. বার্নার্ড আরনোল্ট (ফ্রান্স)

সম্পদের পরিমাণ : ১৫০ বিলিয়ন ডলার


৪. বিল গেটস (যুক্তরাষ্ট্র)

সম্পদের পরিমাণ : ১২৪ বিলিয়ন ডলার


৫. মার্ক জাকারবার্গ (যুক্তরাষ্ট্র)

সম্পদের পরিমাণ : ৯৭ বিলিয়ন ডলার


৬. ওয়ারেন বাফেট (যুক্তরাষ্ট্র)

সম্পদের পরিমাণ : ৯৬ বিলিয়ন ডলার


৭. ল্যারি এলিসন (হাওয়াই)

সম্পদের পরিমাণ : ৯৩ বিলিয়ন ডলার 


৮. ল্যারি পেইজ (যুক্তরাষ্ট্র) 

সম্পদের পরিমাণ : ৯১.৫ বিলিয়র ডলার


৯. সেরগে ব্রিন (যুক্তরাষ্ট্র)

সম্পদের পরিমাণ : ৮৯ বিলিয়ন ডলার


১০. মুকেশ আম্বানি (ভারত)

সম্পদের পরিমাণ : ৮৪.৫ বিলিয়ন ডলার 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh