করোনা সচেতনতায় মাঠে নারী বাইকার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ১০:০২ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে দিনাজপুরে মাঠে নেমেছে দিনাজপুর ওমেন্স বাইকারের ওয়েলফেয়ার এসোসিয়েশন। 

শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক র‌্যালী, মাস্ক বিতরণ ও মাস্ক পরিহিতদের শুভেচ্ছা জানিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করছে। 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে গিয়ে এ সব নারী বাইকাররা সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করছে। ওমেন্স বাইকারের ওয়েলফেয়ার এসোসিয়েশনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে দিনাজপুরবাসী। 

বক্তারা বলেন, করোনাভাইরাস সচেতনতাই পারে রক্ষা করতে। স্বাস্থ্যবিধি না মেনে চললে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। বাহিরে বের হলেই মাস্ক পড়ে বেড় হতে হবে সকলকে।

এসময় উপস্থিত ছিলেন- দিনাজপুর ওমেন্স বাইকারের ওয়েলফেয়ার এসোসিয়েশনের লায়লা আরজু মান্দ বানু, সহ-সভাপতি সেতেরা বেগম, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু, কোষাধ্যক্ষ বিলকিস, প্রচার সম্পাদক সুমনা শারমিন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, বোর্ড সদস্য বনানী, রেবেকা মাসুদ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh