রাজবাড়ীতে মশা নিধনে নেই কোনো উদ্যোগ

চঞ্চল সরদার

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ১০:০৯ এএম

গরমকাল আসার সঙ্গে সঙ্গে রাজবাড়ীতে ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে মশার বিস্তার। দিন রাতে সব সময় মশার কামড়ে নাজেহাল এলাকাবাসী; কিন্তু মশা নিধনে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। 

রাজবাড়ীর পৌরসভা, উপজেলা, ইউনিয়ন এলাকার বাসিন্দারা জানান, এ বছর রাজবাড়ীতে মশার উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। কয়েল, স্প্রে বা মশারি টাঙিয়েও মশার উৎপাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।

রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী পিংকি আক্তার বলেন, যেভাবে মশার উপদ্রব বাড়ছে এতে করে আমাদের পড়ালেখা করতে সমস্যা হচ্ছে। পড়তে বসলেই দিনে ও রাতে মশার কামড় খেতে হচ্ছে। মশা নির্মূলে কর্তৃপক্ষের ভূমিকা রাখা দরকার বলে তিনি জানান।

আনোয়ার হোসেন বলেন, সারাদিন মশার উপদ্রব থাকলেও সন্ধ্যার পর পরই এই উৎপাত ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ফলে সন্ধ্যায় মশার কয়েল জ্বালিয়ে বা স্প্রে করার পরেও দেখা যায় মশা কামড়ায়। যদি এখনি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে দেখা যাবে মশার কারণে নানা রোগে মানুষ আক্রান্ত হচ্ছে।

জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া বলেন, রাজবাড়ীর পৌরসভার মধ্যে এখনো মশা মারার ওষুধ ছিটানো হয়নি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh