অপহরণ করে মুক্তিপণ দাবি, র‍্যাবের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ০৫:১৮ পিএম

এক ব্যক্তিকে অপহরণ করে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চার সদস্যকে আটক করেছে ডিএমপির হাতিরঝিল থানার পুলিশ।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘তারা এক ব্যক্তিকে অপহরণ করে চাঁদা আদায়ের চেষ্টা করে। ওই ব্যক্তির বোন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। পরে আরো দুজনকে আটক করা হয়। আরো দুজন পলাতক রয়েছে।’

এই অপহরণ চক্রে মোট ছয়জন ছিল। তাদের মধ্যে ৫ জন র‌্যাব সদস্য আর একজন সাধারণ নাগরিক। র‌্যাবের তিনজন সেনাবাহিনীর, একজন বিমান বাহিনীর, একজন বিজিবির সদস্য। তারা এক ব্যক্তিকে অপহরণ করে তার কাছ থেকে মুক্তিপণ দাবি করেন। অভিযোগ আসার পর অভিযান চালিয়ে তাদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়। বিজিবি সদস্য ও সাধারণ নাগরিক এখনও পলাতক।

ডিএমপি কমিশনার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেয়া হবে। বাহিনীর নিজস্ব আইন অনুযায়ী তাদের বিচার হবে।  

অভিযোগকারী ও আসামিদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। এ বিষয়ে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান ডিএমপি কমিশনার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh