বইমেলা শেষ হচ্ছে ১২ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১২:৫৩ পিএম | আপডেট: ১০ এপ্রিল ২০২১, ০১:৪৫ পিএম

গতকাল শুক্রবার বিকেলে  জমজমাট হয়ে ওঠে অমর একুশে বইমেলা। ছবি: স্টার মেইল

গতকাল শুক্রবার বিকেলে জমজমাট হয়ে ওঠে অমর একুশে বইমেলা। ছবি: স্টার মেইল

অমর একুশে বইমেলা আগামী ১২ এপ্রিল শেষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান আজ শনিবার (১০ এপ্রিল) দুপুরে এতথ্য জানান।

তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় কঠোর ‘লকডাউন’ শুরুর আগেই ১২ এপ্রিল বইমেলা শেষ হচ্ছে। মন্ত্রী ঢাকার বাইরে আছেন। তিনি আমাকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে বলেছেন। 

এবিষয়ে বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান বলেন, বইমেলা ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। পরিস্থিতি বিবেচনায় সরকার ১২ এপ্রিল শেষ করা সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, তবে লিখিতভাবে আমি কোনো নির্দেশনা পাইনি। ওটা পেলে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে বইমেলার ৩৭তম আসর ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ মাসে শুরু হয়। গত ১৮ মার্চ  শুরু হয় বইমেলা এবং তা ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। 

এরই মধ্যে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বেশ কয়েকবার মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh