মিয়ানমারে সেনাকর্মকর্তার সহযোগীকে হত্যায় ১৯ জনের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ০৩:৩২ পিএম

মিয়ানমারের ইয়াঙ্গুনের একটি জেলায় সেনাবাহিনীর এক ক্যাপ্টেনের সহযোগীকে হত্যার দায়ে ১৯ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার (৯ এপ্রিল) দেশটির সামরিক বাহিনীর মালিকানাধীন মায়াওয়াদ্দি টেলিভিশনে এ তথ্য জানানো হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৭ জনের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি দেশটিতে সেনা অভ্যুত্থানের পর এটাই এ ধরনের ঘটনায় প্রথম রায়।

মায়াওয়াদ্দি টেলিভিশন জানিয়েছে, মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের নর্থ ওক্কালাপা জেলায় সেনাবাহিনীর ওই ক্যাপ্টেনের সহযোগীকে হত্যা করা হয়। জেলাটিতে মার্শাল ল’ ঘোষণার পর সামরিক আদালত বিচার ও রায় দিতে পারছে।

তবে, কবে ও কীভাবে সেনা কর্মকর্তার ওই সহযোগী খুন হয়েছিলেন তার বিস্তারিত জানা যায়নি।

সেনা অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে লাগাতার বিক্ষোভ চলছে। নিরাপত্তা বাহিনীর হামলায় ৬৫০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। -ডেইলি স্টার


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh