করোনায় মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ০৪:০৩ পিএম | আপডেট: ১০ এপ্রিল ২০২১, ০৪:১৫ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে ৭৭ জনের মৃত্যু হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সময়ে নতুন করে ৫ হাজার ৩৪৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদফতরের হিসাবে, গত একদিনে ৭৭ জনের মৃত্যুতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯ হাজার ৬৬১ জনের মৃত্যু হলো। আর নতুন শনাক্তদের নিয়ে এখন পর্যন্ত ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হলো।

গত একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৭৭টি নমুন পরীক্ষা করা হয়েছে। নতুন নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৪৯ শতাংশ।

একদিনে মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ৫৩ জন পুরুষ ও ২৪ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়া ৯ হাজার ৬৬১ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ২২৬ জন ও নারী ২ হাজার ৪৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৫১ জন। এছাড়া চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ২ জন, বরিশালে ১ জন, সিলেটে ১ জন এবং রংপুরে ৪ জনের ম্রিরত্যু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh