যশোরে আরো ৫৯ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ০৪:২৭ পিএম

যশোরে আরো ৫৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১০ এপ্রিল) যশোর ও খুলনার দুটি ল্যাব থেকে এই ফলাফল জানানো হয়েছে। 

এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ২১৫ টি নমুনা পরীক্ষায় ৫৫ জন ও খুলনা মেডিকেল কলেজ ল্যাবে ১৪ জনের নমুনায় ৪ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহনেওয়াজ জানান, ২৪ ঘণ্টায় যশোর জেলায় ৫৯ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫১ জন, শার্শা উপজেলায় একজন, ঝিকরগাছা উপজেলায় দুইজন, চৌগাছা উপজেলায় একজন, কেশবপুর উপজেলায় দুইজন ও অভয়নগর উপজেলায় একজন রয়েছেন।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, শনিবার দুপুর পর্যন্ত ৫ হাজার ৫৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৭ জন নারী পুরুষ। এর মধ্যে যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মারা গেছেন ৬৬ জন। এছাড়া ঢাকায় ছয় জন খুলনায় চার জন ও সাতক্ষীরার হাসপাতালে মারা গেছেন একজন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh