টিকার দ্বিতীয় ডোজ নিলেন তামিম-মুশফিকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ০৬:২৬ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ দুই ম্যাচ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাওয়ার আগে করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

শনিবার (১০ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক দলে ডাক পাওয়া ২১ ক্রিকেটার ছাড়াও আরো ৮ ক্রিকেটার টিকা নিয়েছেন। এই ২৯ জনের মধ্যে কেউ কেউ প্রথম ডোজ নিয়েছেন।

বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, আজ (শনিবার) সব মিলিয়ে ২৯ ক্রিকেটার টিকা নিয়েছেন। এর মধ্যে কেউ প্রথম টিকা নিয়েছেন, কেউ আবার দ্বিতীয়বার। এর আগে ফেব্রুয়ারির মাঝামাঝি কয়েক ভাগে ভাগ হয়ে টিকার প্রথম ডোজ নেন ক্রিকেটাররা।

শ্রীলঙ্কা সফর সামনে রেখে গত কয়েকদিন ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন ক্রিকেটাররা। আর রবিবার পুরো দল মিরপুরে অনুশীলন করবে।

সফরে বাংলাদেশের দুটি টেস্ট হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।

প্রাথমিক টেস্ট দল

মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, নুরুল হাসান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh