নাবালিকা ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ০৭:০০ পিএম | আপডেট: ১০ এপ্রিল ২০২১, ১০:৩৮ পিএম

হিন্দু সম্প্রদায়ের এক নাবালিকা ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ে করার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

নাবালিকা ছাত্রীকে বিয়ের অভিযোগে বিদ্যালয় থেকেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। 

শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বখতিয়ার আহম্মেদ বলেন, শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়ার পর প্রয়োজনে ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তাদের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে  শামীম আহমেদের নাম উল্লেখ করে শুক্রবার রাতে থানায় একটি মামলা (১৬) দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক দীপ্তেশ রায়কে আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh