করোনামুক্ত সনদ দেবে ৩৪ বেসরকারি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ০৭:৩০ পিএম

বিদেশ গমনেচ্ছু বাংলাদেশি যাত্রীদের করোনামুক্ত সনদ প্রদানের জন্য ৩৪ বেসরকারি প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে সরকার। সরকারি পরীক্ষাগারের বাইরে এসব প্রতিষ্ঠানে নমুনা দিলে তারা পরীক্ষা করে সনদ প্রদান করবে। তবে ওই সনদের কপি অবশ্যই স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত ওয়েবসাইটে থাকতে হবে।

অনুমোদনপ্রাপ্ত ৩৪ প্রতিষ্ঠান

আইসিডিডিআরবি, ডি এম এফ এ আর মল্লিক কিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক (সোবাহানবাগ), ল্যাবএইড লিমিটেড (ধানমন্ডি), ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (মহাখালী), আই-দেশি ডায়গনস্টিক সেন্টার (মহাখালী), পপুলার ডায়াগনস্টিক সেন্টার (ধানমন্ডি), স্কয়ার হাসপাতাল (পান্থপথ), এভারকেয়ার হাসপাতাল (বসুন্ধরা), প্রভা ডায়াগনস্টিক (বনানী), ইউনাইটেড হাসপাতাল (গুলশান), গুলশান ক্লিনিক (গুলশান)।

স্ট্রিমজ হেলথ কেয়ার বিডি লিমিটেড (কাজী নজরুল ইসলাম এভিনিউ), আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, নেভাস ক্লিনিক রিসার্চ সার্ভিসেস লিমিটেড, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, আইচি হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাহাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার (মিরপুর), অলোক হেলথ কেয়ার লিমিটেড, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, বঙ্গবন্ধু মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার (ঢাকা), ডিএনএ সলিউশন লিমিটেড, বায়োমেড ডায়াগনস্টিক (ঢাকা)।

এছাড়া বিআরবি হাসপাতাল লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, প্রেসক্রিপশন পয়েন্ট (বাড্ডা), বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সাইন্স জেনারেল হাসপাতাল (ঢাকা), সীমান্তিক প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড (চট্টগ্রাম), জরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল (বাজিতপুর, কিশোরগঞ্জ) এবং এএনজেড হাসপাতাল লিমিটেডেও বিদেশ গমনেচ্ছুদের করোনামুক্ত সনদ মিলবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh