ধান খাওয়ার ‘অপরাধে’ পুড়িয়ে মারা হলো ৩৩ বাবুই

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ০৮:৩৪ পিএম | আপডেট: ১০ এপ্রিল ২০২১, ০৯:৩২ পিএম

ঝালকাঠিতে ক্ষেতের ধান খাওয়ায় ৩৩টি বাবুই পাখির বাচ্চা পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। 

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের জালাল সিকদারের ক্ষেতের ধান খাওয়ায় তিনি ওই এলাকার সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় আগুন দিলে পুড়ে মরে ভিতরে থাকা ৩৩টি বাবুই ছানা। 

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় জুলহাস মল্লিক বলেন, নিষ্ঠুর এই ঘৃণ্য কাজ একজন মানুষ করতে পারে তা ভাবতেই অবাক লাগে। ক্ষেতের ধান খেয়ে ফেলাই কি বাবুই পাখি পুড়িয়ে মারতে হবে?

এলাকার পাখিপ্রেমী অভিজিৎ বলেন, শনিবার ঝালকাঠি বন বিভাগকে লিখিতভাবে অভিযোগ আকারে জানানো হয়েছে। 


এ ঘটনায় যথাযথ কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান এলাকাবাসী। 

বাবুই পাখির নীড়ে আগুন দেয়ায় অভিযুক্ত জালাল সিকদার বলেন, আমার ক্ষেতে ধান প্রতিদিন পাখিতে খেয়ে ফেলায় আমি আর্থিক লোকসানের দিকে যাচ্ছিলাম। মাথা গরম থাকায় বাসা নষ্ট করেছি। আমি এজন্য অনুতপ্ত। 

ঝালকাঠি সদর উপজেলা বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মণ্ডল বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি, এটা যদিও খুলনা বন ও বন্যপ্রাণী বিভাগের আওতায়। আমাদের ঝালকাঠি অফিস হলো সামাজিক বন বিভাগের। তবুও আজ আমি ঘটনাস্থলে যাবো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh