কক্সবাজারে ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১০:০৮ পিএম

কক্সবাজার শহরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিকেল ৫ টার পরেও দোকান খোলা রাখায়  ১৪ প্রতিষ্ঠানকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ এপ্রিল)  সন্ধ্যায় শহরের কক্সবাজার শহরের প্রধান সড়ক, হাসপাতাল সড়ক, বাজার ঘাটা এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে  জানা গেছে , পালের দোকানে ৫ হাজার টাকা, আর্ট শপিং মলে ৫ হাজার টাকা, বেস্ট বাইকে ৫ হাজার টাকা, হাজী শাহী বিরিয়ানিকে এক হাজার টাকা, দুইটি ফলের দোকানকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা,  শফিক সেন্টারের দুইটি দোকানে এক হাজার টাকা, রংধনু প্রেসে এক হাজার টাকা, ডিসেন্ট টেইলার্সে এক হাজার টাকা, জিয়া কমপ্লেক্সের নয়ন কুলিং কর্নারকে ৫০০ টাকা, হাসপাতাল সড়কে মুদির দোকান ও গ্যাস সিলিন্ডারের দোকানে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এই অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, জেলা প্রশাসন লকডাউন বাস্তবায়নে কঠোর নজরদারিতে রয়েছেন। নির্ধারিত সময়ের পরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।   

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh